বান্দরবানে সেগুনকাঠ জব্ধ

NewsDetails_01

sবান্দরবানের তারাছা ইউনিয়নে যৌথঅভিযানে ৬০০ ঘনফুট কাঠ জব্ধ করেছে বিজিবি ও বন বিভাগ ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তারাছা ইউনিয়নে অভিযান চালিয়ে এ কাঠ জব্ধ করা হয় ।

NewsDetails_03

বন বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ কাঠ পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে তারাছা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইন নেতৃত্বে হানসামা-জামছড়ি এলাকার রাস্তার আশে-পাশে বনবিভাগ ও বিজিবি যৌথ ভাবে অভিযান চালায় । অভিযানে রাস্তার পাশের ঝোপে লুকিয়ে রাখা প্রায় ৬০০ ঘনফুট সেগুন কাঠ জব্ধ করা হয় । এ সব কাঠের গাঁয়ে বনবিভাগের কোন ধরনের সিলমোহর ছিল না ।

কাঠগুলো জব্ধ করার সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টরের নায়েক সুবেদার কাউছার আহমেদ, বান্দরবান সদরের বন কর্মকর্তা দেল আবরাব হোসেন সহ আরো অনেকে ।

বান্দরবানের তারাছা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, অবৈধ কাঠগুলো জব্ধ করে বান্দরবান বন বিভাগে নিয়ে আসা হচ্ছে ।

আরও পড়ুন