বাইশারীর আতংক ডাকাত জাহাঙ্গীর আটক

NewsDetails_01

ডাকাত জাহাঙ্গীর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামুর আতংক জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর অবশেষে জনতার হাতে ধৃত হয়ে পুলিশ হেফাজতে রয়েছে। ধৃত জাহাঙ্গীর (২৫) রামুর বড়বিল এলাকার আমির হোসেনের পুত্র। শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির বাইশারী সীমান্তের রামু উপজেলার গহীন অরণ্য হাতিমারা এলাকা থেকে স্থানীয় জনতা কর্তৃক ধৃত হয়। পরে জাহাঙ্গীরকে জনতা কর্তৃক বাইশারী তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে জেলার নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের রামু থানায় নারী-শিশু নির্যাতন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে। তবে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আবু মুসা সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করেছেন বলে দাবী করেন।
নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আবু মুসা জানান, আটক জাহাঙ্গীর নাইক্ষ্যংছড়ি থানার জিআর- ৩৪/২০০৮ইং মামলায় ৭ বছরের সাজা প্রাপ্ত আসামী।

আরও পড়ুন