জ্বালানি তেলের দাম কমাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব: অর্থমন্ত্রী

NewsDetails_01

905b5bc631a77f4f845184ab9fdd6bcfজ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দামে ইতিবাচক প্রভাব পড়বে যা অর্থনীতির জন্য সহায়ক হবে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ব্রেন জে এতকেইন-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অর্থনীতির গতি ঠিক রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ- এর এই মিশন। তারা এই গতি ঠিক রাখার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের কাছে পাকিস্তানের সাতশ কোটি টাকা পাওনার দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের এই দাবি পুরোপুরি রাবিশ। তারা আমাদের কাছে কোনও টাকা পায় না। উল্টো আমরাই তাদের কাছে টাকা পাব। তাদের এই দাবি ননসেন্স।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার মতো এখন আর কিছুই নেই। আমরা এখন ওদের থেকে অনেক এগিয়ে গেছি।’
উনি আবারও বলেন, ‘এটি টোটালি রাবিশ। আমার এই রাবিশ শব্দ এখানেই শতভাগ প্রযোজ্য।’ সূত্র : বাংলাট্রিবিউন

আরও পড়ুন