সাজেক থেকে থানচি পর্যন্ত ৩শ কিলোমিটার মাউন্টেইন বাইক প্রতিযোগীতা উদ্বোধন

NewsDetails_01

সাজেক থেকে থানচি পর্যন্ত ৩শ কিলোমিটার মাউন্টেইন বাইক প্রতিযোগীতা উদ্বোধন
মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগীতা শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়ায় প্রতিযোগীতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
উদ্বোধকের বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, দেশবাসী তথা বিশ্ব দরবারে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় পর্যটন খাতকে তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো মাউন্টেইন বাইক প্রতিযোগীতার আয়োজন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। জাতীয় ও স্থানীয় ৫৩ জন সাইক্লিস্ট প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন। রাঙামাটির সাজেক থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের থানচি পর্যন্ত ৩’শ কিলোমিটার পথ অতিক্রম করবে প্রতিযোগীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য জুয়েল চাকমা, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর খন্দকারসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন