পাহাড়ে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়ানোর সুপারিশ

NewsDetails_01

পাহাড়ের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তৎপরতা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সব রাজনৈতিক শক্তিগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ অনুরোধ করা হয়। কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি, উষাতন তালুকদার এবং এম, এ, আউয়াল অংশগ্রহণ করেন।
বৈঠকে পার্বত্য তিন জেলায় ২১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটি ২০১৪ সালের কেবিনেটের সিদ্ধান্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের সাধারণ ভবিষ্যত তহবিল এবং অবসর সুবিধা প্রদানের বিষয়ে পুনঃসুপারিশ করে।

আরও পড়ুন