নিজেদের জাতির ভাগ্য নিজেদেরই পরিবর্তন করতে হবে : রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী

NewsDetails_01

NewsDetails_03

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সার কথা, কাউকে পিছনে ফেলে নয়। সবাইকে এক সাথে নিয়ে দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হবে, পার্বত্য চট্টগ্রামও এর ব্যতিক্রম নয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন শীর্ষক রুপকল্প শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
গওহর রিজভী বলেন, ‘নিজেদের জাতির ভাগ্য নিজেদেরই পরিবর্তন করতে হবে। সৎ ও যোগ্য থাকলে পুরো জাতি যে কোনও ধরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। আর এ জন্য আমাদের দক্ষ জনবল গড়ে তুলতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া সভায় রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও সংবাদিকরা অংশ নেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত র‌্যালীতে অংশ নেন ড. গওহর রিজভি। র‌্যালী পরবর্তী উন্নয়ন বোর্ড ঘাট সংলগ্ন কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবির শুভ সুচনা করেন তিনি।

আরও পড়ুন