তিন পার্বত্য জেলায় ১৩ ও ১৬ই অক্টোবর হরতাল

NewsDetails_01

%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-2পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন-২০১৬ বাতিল ও বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ ও ১৬ই অক্টোবর বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পৃথকভাবে ৪৮ ঘন্টা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাঙ্গালী সংগঠনগুলো। রোববার রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো সংগঠনের প্রধান নেতা এ্যাডভোকেট আলম খান প্রেরিত প্রেস বার্তায় এ তথ্য উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী ২০১৬ আইন তড়িগড়ি করে জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে এবং বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা এবং ১৬ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা হরতাল পালিত হবে।
এছাড়া তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন