টানা ৫ দিন পর সচল হলো চন্দ্রঘোনা ফেরিঘাট

NewsDetails_01

সচল হলো চন্দ্রঘোনা ফেরিঘাট
টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই – রাঙ্গুনিয়ার দুই সীমান্তে অবস্থিত চন্দ্রঘোনা ফেরিঘাট। কাপ্তাই উপজেলার রাইখালি এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কর্ণফুলী নদীর উপর ফেরিটি এতদিন বন্ধ থাকায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাথে যানবাহন চলাচল বন্ধ ছিল।
সড়ক ও জনপদ বিভাগ রাঙ্গামাটির সুপারভাইজার(ফেরি) আকতার কামাল বলেন, কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেয়ায় অতিরিক্ত পানি উপচে ফেরির দুই পাশের ব্রীজ পানিতে সম্পূর্ন ডুবে যায় তাছাড়া নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল এতোদিন বন্ধ ছিল। স্বল্প দূরত্বের মানুষ ঝুঁকি নিয়ে সাম্পান ও ডিঙ্গি নৌকায় কর্ণফুলী নদী পারাপার করলেও যানবাহন চলাচল সম্পূর্ন রূপে বন্ধ হয়ে পড়েছিল। এতে বান্দরবানের সাথে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির গুরত্বপূর্ন ভারী যানবাহন বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছিল।
মরিয়ম নগর এলাকার ব্যবসায়ী মো. আজম বলেন, বান্দরবান থেকে পাহাড়ী কলা ও কাঁচামাল এনে রাঙ্গুনিয়াসহ আশে পাশে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ থাকায় তার ব্যবসাও ৫ দিন বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, বৃষ্টি তুলনামূলক ভাবে কম হওয়ায় এবং কাপ্তাই বাঁধের পানি আগের চেয়ে কম ছাড়ার কারনে কর্ণফুলি নদীর পানি কমে যাওয়ায় টানা ৫দিন ফেরি বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সোয়া ৭ টায় ফেরি চলাচল পুনরায় চালু হওয়ায় ফের চাঙ্গা হয়ে উঠেছে দুই পাড়ের ব্যবসা-বাণিজ্য। অন্যদিকে স্থানীয়রা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন।
এদিকে চন্দ্রঘোনা – রাজস্থলী সড়কের বাস চালক মনির জানান, এতদিন ফেরি বন্ধ থাকায় শত শত বাস শ্রমিক বেকার হয়ে বসে ছিলো।

আরও পড়ুন