রাঙামাটির সকল রুটে কাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

NewsDetails_01

রাঙামাটিতে কাল রোববার থেকে সড়ক ও নৌ পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার ৫ মে বিকেলে রাঙামাটি ট্রাক টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ওই সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, রাঙামাটি ট্রাক মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী, ট্রাক-মিনি ট্রাক মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি সাব্বির আহমদ ওসমানী, রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন, রাঙামাটি ট্রাক-মিনি ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ছোটন, রাঙ্গামাটি সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি অলি উল্লাহ আলি, ট্রাক চালক কল্যাণ সমিতির আহবায়ক এএসএম ফজলুল করিম চৌধুরী।
সংবাদ সম্মেলনে ওই সংগঠনের নেতারা জানান, রাঙামাটির সকল রুটে বাস, ট্রাক, মিনি বাস, মিনি ট্রাক, কার, মাইক্রো, সিএনজিসহ সকল পণ্যবাহীর মালিক-চালকদের আঞ্চলিক সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা থেকে উদ্ধারের দাবিতে চলতি বছরের রোববার থেকে সড়ক ও নৌ পথে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

আরও পড়ুন