রাঙামাটিতে অগ্নিকান্ডে দোকানসহ বসত ঘর পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয়ক্ষতি

NewsDetails_01

রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল এলাকায় অগ্নিকান্ডে দোকানপাটসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়
রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল এলাকায় অগ্নিকান্ডে দোকানপাটসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবী পাশ্ববর্তী বাসিন্দা জসিমের বাসার মাটি চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে।
স্থানীয় দোকানদার ফখরুল জানান, দোকানের কোন মালামাল উদ্ধার করা যায়নি।প্রত্যেকটি দোকানের আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে,রাঙামাটি পৌর ওয়ার্ড কাউন্সিলর মো; জামাল উদ্দিন বলেন, সব মিলিয়ে ১৫-২০ টি দোকানপাটসহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। তবে ধারনা করা হচ্ছে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: গোলাম মোস্তফা বলেন, আগুনের সুত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে। তবে আমাদের দমকল বাহিনীর এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা হয়নি।

আরও পড়ুন