৬৬ কোটি টাকা ব্যয়ে পাহাড়ের শ্রমিকদের জন্য নির্মাণ হচ্ছে শ্রমকল্যাণ কমপ্লে­ক্স

NewsDetails_01

তিন পার্বত্য জেলার শ্রমিকদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে শ্রমকল্যাণ কমপ্লে­ক্স নির্মাণ করবে সরকার। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির শিরোনাম, দেশের পার্বত্য অঞ্চলের শ্রমিকদের কল্যাণ সুবিধাদি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জোরদারকরণে ঘাগড়ায় একটি বহুবিধ সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স নির্মাণ। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন ও পার্বত্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শ্রম পরিদপ্তর ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করবে। এই প্রকল্পের আওতায় পার্বত্য জেলায় বসবাসরত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানে ১০ শয্যাবিশিষ্ট শ্রমকল্যাণকেন্দ্র নির্মাণসহ পাঁচতলা প্রশাসনিক ভবন, পুরুষ ও নারীদের পৃথক হোস্টেল, ডরমিটরি নির্মাণ হবে।

আরও পড়ুন