হাসপাতাল কর্তৃপক্ষকে মন্ত্রী বীর বাহাদুরের আল্টিমেটাম

NewsDetails_01

ময়লা । যা পরিষ্কার না করলে জমে যায় । আর জমতে জমতে তা আর্বজনায় পরিণত হয় । আর আর্বজনা পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট হয় পরিবেশ । আর পঁচে যাওয়া ময়লা বিভিন্ন মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে সৃষ্টি হয় মরণব্যাধি রোগ ।

১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বান্দরবান সদর হাসপাতাল । হাসপাতালের এদিক ওদিকে চোখ বুলালেই দেখা মিলবে শত ধরনের ময়লা । দেয়ালের কোথাও পড়ে আছে পানের পিচকারি, মাকড়সার জাল, কোথাও কার্নিশে জমে আছে বছরের ময়লা, কোথাওবা মেঝেতে আছে রোগীদের পথ্য । কিন্তু পরিষ্কার হয় কতটুকু ?

ভিআইপি পর্যায়ের কোন ব্যক্তি হাসপাতাল পরিদর্শনের কথা শুনলেই টনক নড়ে কর্তৃপক্ষের । তাড়াহুড়ো করে আগের দিন থেকে চলতে থাকে পরিষ্কার । কিন্তু কর্তৃপক্ষ চলে গেলে সেই আগের চির চেনা অবস্থায় দেখতে হয় আমজনতাকে । শুক্রবার সকালে বান্দরবান সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থানচি উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি উবামং মারমাকে দেখতে যান পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।

হাসপাতালে প্রবেশ করতেই সিড়িতেই চোখ পড়ে মন্ত্রীর । তখন দেয়ালের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা দেখেই ক্ষুব্ধ হন পার্বত্যমন্ত্রী । পার্বত্যমন্ত্রীর সাথে ছিলেন সিভিল সার্জন অংসুই প্রু, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, পাহাড়বার্তা ডট কম এর সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, নির্বাহী সম্পাদক এস বাসু দাশ সহ আরো অনেকে ।

NewsDetails_03

উপস্থিত ব্যক্তিদের সামনেই মন্ত্রী তখনই সিভিল সার্জনকে সকল পরিচ্ছন্নতা কর্মীকে ডেকে পাঠানোর নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার আদেশ দেন । অন্যথায়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিঁয়ারি উচ্চারণ করেন মন্ত্রী বীর বাহাদুর ।

সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাজেশ দাশ বলেন, হাসপাতালের চারপাশে ময়লা ছড়িয়ে আছে । যা পরিবেশের জন্য ক্ষতিকর । ময়লা ফেলার জন্য হাসপাতালে পর্যাপ্ত ডাস্টবিন নেই বলেও জানান এই নেতা ।

এদিকে, পাহাড়বার্তা ডট কম এর সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বলেন, হাসপাতালের চারপাশে অসংখ্য ময়লা ছড়িয়ে আছে । এর থেকে রোগ জীবাণু সুস্থ সবল মানুষের শরীরে বিভিন্ন মাধ্যমে প্রবেশ করতে পারে ।

বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: অংসুই প্রু বলেন, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শনিবার সকালে অফিস কর্মচারীদের নিয়ে সভা করা হবে । আর আগামী ৩ মাসের মধ্যে সদর হাসপাতালের এই চেহারা পাল্টে দেয়া হবে বলে জানান ডা: অংসুই প্রু ।

আরও পড়ুন