লামায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

NewsDetails_01

লামায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় হতদরিদ্রদের মাঝে সপ্তাহব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষুধ ও ইফতার প্রদান করেছে সূর্যের হাসি ক্লিনিক এফডিএসআর লামা। লামা পৌরসভা এলাকার চেয়ারম্যানপাড়াস্থ ক্লিনিক কার্যালয়ে এ সেবা, ঔষুধ ও ইফতার প্রদান করা হয়।
শেষে ইফতারোত্তর এক সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, কাউন্সিলর মোহাম্মদ রফিক, আবু সালাম, জাকির হোসেন, জোসনা বেগম, সাকেরা বেগম, কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন, ক্লিনিকের ম্যানেজার মো. আজিজ মিয়া, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো. নুরুল করিম আরমান, এসকে খগেশ প্রতি চন্দ্র খোকন, ক্লিনিক পরিচালনা কমিটির সাধারণ সস্পাদক মো. ইউছুফ আলী, কোষাধ্যক্ষ বজলু রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। মাহফিলের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মো. শহীদুল্লাহ।

আরও পড়ুন