লামায় জীপের ধাক্কায় সাইকেল চালক আহত

NewsDetails_01

লামায় জীপের ধাক্কায় সাইকেল চালক মো. হেলাল আহত
লামায় জীপের ধাক্কায় সাইকেল চালক মো. হেলাল আহত
বান্দরবান পার্বত্য জেলার লামায় জীপের চাকায় পিষ্ট হয়ে মো. হেলাল(১৫) নামে এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১টায় বান্দরবানের লামা পৌরসভার ছাগলখাইয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। হেলাল লামা পৌরসভার ৯নং ওয়ার্ড হরিণঝিরি এলাকার রহিম মুন্সির ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, চকরিয়া হতে আসা আলীকদম গামী একটি জীপ (গাড়ী নাম্বার লঢ নং- ৩৭) লামা পৌরসভার ছাগলখাইয়া নামক স্থানে একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে সাইকেল চালক মো. হেলালকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হয় সাইকেল চালক। আশপাশের লোকজন গাড়ীটিকে আটক করে ড্রাইভারকে দিয়ে আহত হেলালকে লামা হাসপাতালে পাঠায়।
ঘটনার পর আহত হেলালকে হাসপাতালে পৌঁছে দিয়ে চালক পালিয়ে যায়। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার রেফার করলে আহতের স্বজনরা হেলালকে জীপ যোগে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়।
লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার উহ্লা ওয়াং মার্মা জানান, আহতের দুটি পা ও কোমড় ভেঙ্গে গেছে, আঘাতের কারণে চেহারা বিকৃত হয়ে গেছে।

আরও পড়ুন