লামায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার পৌরসভা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভা এলাকার ছাগলখাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. ইসমাইল (৪৩), ফিরোজা খাতুন (৩২), নুরুল কবির (৩৯), রীনা বেগম (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্র জানায়, সাত কড়া জমি নিয়ে লামা পৌরসভা এলাকার ছাগলখাইয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল ও মো. কাসেম এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে চলছিল। ইতিমধ্যে বিরোধীয় জমি নুরুল কবির নামের এক ব্যক্তির নিকট ১ হাজার টাকায় লাগিয়ত দেন মো. কাসেম। শনিবার বেলা ১১টার দিকে নুরুল কবির ওই জমিতে চাষ দিতে গেলে মো. ইসমাইল বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে, এত দুই নারীসহ চারজন আহত হন।
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন