লামায় কর্মশালা

NewsDetails_01

লামায় স্থানীয় পর্যায়ের ইস্যু নির্ধারণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা
বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় পর্যায়ের ইস্যু নির্ধারণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ইনিশিয়েটিভস ফর হিলি পিপলস্ ডেভেলপমেন্ট’র (আইএইচপিডি) আয়োজনে শুক্রবার লামা প্রেসক্লাব সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এম. রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কর্মশালায় স্থানীয় সাংবাদিক,হেডম্যান,কারবারী বৃন্দ প্রমুখ।
রাঙ্গামাটি জেলার সিআইপিডি সংস্থার এআরএডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় ৩০ জন সমাজকর্মী, হেডম্যান, কারবারী, মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এছাড়া কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- সিআইপিডি সংস্থার এআরএডি-সিএইচটি প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা লিসা চাকমা, সমন্বয়কারী বাবলু চাকমা, কর্মসূচী কর্মকর্তা উচাচিং মার্মা।

আরও পড়ুন