রোয়াংছড়িতে সিসিডিবি’র কর্মশালা শুরু

NewsDetails_01

রোয়াংছড়িতে সিসিডিবি’র কর্মশালা
রোয়াংছড়িতে সিসিডিবি’র কর্মশালা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সিসিডিবি এনজিও সংস্থার উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সিডিজি) অধিক পরামর্শ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দু’দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।
এসময় সিসিডিবি এরিয়া ম্যানেজার সুদীপন খিসা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা ( লুছোঅং)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,ঢাকা হেড অফিসের (বিসিএএস) সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সিনিয়র কর্মকর্তা বিধান চন্দ্র টিকাদার প্রমুখ। এছাড়া উপজেলা সিসিডিবি এর সকল কর্মকর্তা কর্মচারি,সরকারি কর্মকর্তাসহ ৪০জন কর্মশালা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন