রোয়াংছড়িতে শুরু হচ্ছে দুই কোটি টাকার উন্নয়ন কাজ

NewsDetails_01

রোয়াংছড়িতে দুই কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানে রোয়াংছড়িতে দুই কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি কলেজের সংযোগ সড়ক,ভূমি উন্নয়ন,একাডেমি ভবন,শ্রেণী কক্ষ ও ছাত্রবাস নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ সকালে জেলার রোয়াংছড়িতে সফররত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান সরকারের কারনে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান যার যার ধর্ম শান্তির মধ্যে ও ধর্মীয় উৎসবগুলো আনন্দঘন ভাবে পালন করে যাচ্ছে,এই ধারাকে আমাদের ধরে রাখতে হবে। তিনি আরো বলেন,ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি নিজেদের সংস্কৃতিগুলো জানতে হবে। শুধু তাই নয় নিজেকে সম্মান পেতে হলে অন্যকে সম্মান করতে হবে। জাতির গোষ্ঠী টিকিয়ে রাখতে হলে এ সংস্কৃতিগুলো সকলেরই জানা দরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু মারমা, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সিংয়ই ম্রো,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ,রোয়াংছড়ি নির্বাহী অফিসার মো: দাউদ হোসেনসহ অনেকে।

আরও পড়ুন