রোয়াংছড়িতে মতবিনিময় সভা করলেন জেলা প্রশাসক

NewsDetails_01

রোয়াংছড়িতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনে উদ্যোগে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী (ওসি),১নং রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,তারাছা ইউপির চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবেবুন নেছা প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা পুলুপ্রু মারমা,ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান,পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা পুলুমা মারমা,উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরে সহকারি প্রোগ্রামার রাশেদুল আলমসহ, মেম্বার, কারবারী,সরকারি-বেসরকারি কর্মকর্তার গণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জেলা প্রশাসক থেকে যুগ্ন সচিব পদোন্নতি পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসনে পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সরকারের অধীনে যারা চাকুরী করেন জনগণের সেবা দিতে প্রস্তুত থাকতে হবে। শুধু নিজের বেতন-ভাতা পেলে হবে না।
মতবিনিময় সভা শেষে রোয়াংছড়ি কেন্দ্রীয় হরি হরি শ্যামা মন্দির পরিদর্শন করেন এবং রোয়াংছড়ি শান্তি নিকেতন বৌদ্ধ বিহারকে শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন