রোয়াংছড়িতে তথ্য বিষয়ক আইন অবহিতকরণ সভা

NewsDetails_01

রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য বিষয়ক আইন অবহিতকরণ সভা
রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য বিষয়ক আইন অবহিতকরণ সভা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য বিষয়ক আইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো: গোলাম রহমান।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ড.মো: গোলাম রহমান বলেন, তথ্য সকল নাগরিকের জানার অধিকার। পূর্বে যা ছিল তার তথ্য বিষয়ক আইন গোপনে রেখে সরকার পরিচালনা করতেন। বর্তমান সরকার অজানা তথ্যের বিষয়গুলো সাধারণ নাগরিকের জানিয়ে দেয়া অবশ্যক বলে মনে করেন। তাই ২০০৯ সালের তথ্য বিষয়ক অধিকার আইনে পাশ করে।

NewsDetails_03

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দাউদ হোসেন চৌধুরী, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী, রোয়াংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন