রোয়াংছড়িতে চোলাই মদ বিক্রির অপরাধে আটক ১

NewsDetails_01

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে ২নং ওয়ার্ডস্থ আন্তাহার বাজারে চোলাই মদ বিক্রির অপরাধে ফুকিরা তঞ্চঙ্গ্যা (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে,গত শনিবার রাতে প্রায় ১২টা দিকে গোপন সংবাদ ভিত্তিতে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম চৌধুরী নির্দেশে রোয়াংছড়ি থানায় এসআই মো: হাবিবুর রহমান ও আন্তাহার পাড়া আর্মি ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার মো: শরিফুল ইসলাম কর্তৃক নেতৃত্বে আরো সঙ্গী ফোর্স নিয়ে আন্তাহার বাজার এলাকার যৌথ অভিযান চালায়। এতে ফুকিরা বাড়ি থেকে দেশীয় তৈরী ১৬ লিটার চোলাই মদ জব্দসহ বিক্রয়কারীকে হাতে নাতে আটক করেন যৌথ বাহিনী। ফুকিরা তঞ্চঙ্গ্যা স্থানীয় ধন কুমার তঞ্চঙ্গ্যা এর ছেলে বলে জানা গেছে।
রোয়াংছড়ি থানা এসআই মো: হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, ফুকিরা তঞ্চঙ্গ্যা একজন মাদক ও দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয়কারী। যৌথ অভিযান চালিয়ে ফুকিরা তঞ্চঙ্গ্যাকে আটক করেছে। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ (গ) ধারা অপরাধে আসামিকে মামলা রুজু করা হয়েছে এবং বান্দরবান জেলা কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন