যাত্রী দুর্ভোগ কমাতে বান্দরবানে বিআরটিএ এর অভিযান

NewsDetails_01

যাত্রীদের দুর্ভোগ এড়াতে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি( বিআরটিএ) এর উদ্যোগে জরিমানা আদায়
যাত্রীদের দুর্ভোগ এড়াতে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি( বিআরটিএ) এর উদ্যোগে জরিমানা আদায় ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে জেলা সদরের লাল ব্রীজ এলাকা (টিএনটি পাড়া) এলাকায় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. আজিজুর রহমান এর নেতৃত্বে বান্দরবানে স্থানীয় পূরবী,পূবার্ণী,শৈলশোভা,রুমা পরিবহণ,রবরব পরিবহণসহ বেশ কয়েকটি ট্রাক ও চাঁদের গাড়িতে মোটরয়ান অধ্যাদেশ-১৯৮৩ এর ১৩৯,১৪০,১৫২,১৫৫ ধারা লংঘনের দায়ে ১৯ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় ও যত্রতত্র গাড়ি থামিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বিলম্ব ঘটানো,অতিরিক্ত ভাড়া আদায়সহ খারাপ ব্যবহার করে মারাত্মকভাবে যাত্রী হয়রানি এবং সরকারি আদেশ অমান্য করায় একজন চালক ও চালকের সহকারী(হ্যালপার) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এসময় বাস যাত্রী মোহাম্মদ সেলিম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার ফলে গাড়ির চালক ও সুপারভাইজারা সচেতন হবে। অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানী করা থেকে বিরত থাকবে। আমি সরকারের এমন কর্মকান্ডকে স্বাগত জানায়।
রবরব পরিবহনের যাত্রী মো: রিদুয়ানুল করিম জানান, গাড়িতে অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে আমরা কষ্ট পাচ্ছি । গাড়িতে সিট আছে ৪০ জনের কিন্তু দাঁিড়য়ে আছে আরো ২০ জন । যদি সব সময় এরকম ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় তাহলে অন্তত সাধারণ যাত্রীরা সুন্দর ভাবে যাতায়ত করতে পারবে।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী আকাশ দাশ বলেন, আমরা যারা স্কুল বা কলেজে পড়া লেখা করি। আমাদের জন্য গাড়িতে নির্দিষ্ট কোন সিট থাকে না আমাদেরকে বাসে দাড়িয়ে যেতে হয়। তাছাড়া অনেক সময় গাড়িতে স্কুল ছাত্র-ছাত্রীদের সিট ও থাকে না।
এসময় নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের যাতায়ত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন