বীর বাহাদুরের প্রচেষ্টায় আধুনিকতার ছোঁয়া লামা প্রেসক্লাবে

NewsDetails_01

লামা প্রেসক্লাব ভবন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির আন্তরিক প্রচেষ্টায় আধুনিকতার ছোঁয়া লেগেছে বান্দরবানের লামা প্রেসক্লাবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তৃতীয় তলার উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আধুনিক মানের কনফারেন্স রুম প্রেসক্লাবে সভা-সেমিনার, সংবাদ সম্মেলনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। যে কোন সময় পার্বত্য প্রতিমন্ত্রী নব নির্মিত এ ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২০১৩ সালের শেষ দিকে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয় বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি লামা প্রেসক্লাব পরিদর্শনকালে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে দশম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়ে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি। এক পর্যায়ে এ প্রতিমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রেসক্লাবের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২০ লাখ টাকা বরাদ্দ প্রদান করে।
আরো জানা গেছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর কাজের প্রাক্কলন তৈরিসহ টেন্ডারের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রিক একটি ঠিকাদরী প্রতিষ্ঠান কাজটি পায়। চলতি বছরের শুরুতে নির্মাণ কাজ শুরু হয়ে অক্টোবর মাসে কাজ সম্পন্ন হয়। এর ফলে গেস্টরুমসহ আধুনিক মানের হলরুম সংযোজিত হলো লামা প্রেসক্লাবে। আধুনিক সুবিধা সমৃদ্ধ ভবনটির নতুন হল রুমে শতাধিক মানুষ সভা করতে পারবেন। পার্বত্য প্রতিমন্ত্রী ভবিষ্যতে হলরুমটি শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিবেন বলে প্রেসক্লাব সদস্যার আশাবাদ ব্যাক্ত করেছেন।
এ বিষয়ে লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ অন্যান্য সদস্যরা পার্বত্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র প্রেসক্লাবের উন্নয়ন ঠেকাতে নানা ষড়যন্ত্র করে ব্যর্থ হন। পার্বত্য প্রতিমন্ত্রীর আন্তরিকতা ও লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইলের সহযোগিতায়, প্রেসক্লাব সদস্যদের ঐক্যবদ্ধতায় বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র বুমেরাং হয়ে যায়। প্রেসক্লাবের কাজটি সফলভাবে সমাপ্তি হওয়ায় সাংবাদিকরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, সাইট অফিসার, নির্মাণ ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।

আরও পড়ুন