বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ

NewsDetails_01


বৃষ্টিতে বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় সড়কে আবারও পাহাড়ের মাটি ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ১৯ ইসিবি ওয়ারেন্ট অফিসার মো: মুজিবুর রহমান ।

শুক্রবার বিকেলে তিনি অনলাইন পোর্টাল পাহাড়বার্তা ডক কমকে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি আরো বলেন, বুধবার থেকে বান্দরবান রুমা সড়কে যাত্রীবাহীবাস চলাচলের জন্য খুলে দেয়া হয় । কিন্তু বৃষ্টিতে আজ সকালে আবারো দলিয়ানপাড়া এলাকার সড়কে কাঁটা পাহাড়ের মাটি ধসে পড়ায় নিরাপত্তার স্বার্থে সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে ।

NewsDetails_03

তবে কবে নাগাদ এই সড়ক খুলে দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৃষ্টিতে পাহাড়ের মাটি ওই সড়কে ব্যাপকহারে ধসে না পড়লে আগামীকালই সড়কের মাটি সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করা হবে ।

প্রসঙ্গত, গত মাসের ২৩ জুলাই বান্দরবান রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে নারীসহ ৫ জন মারা যায় ।

এদিকে, দীর্ঘ ১৮দিন পর সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ের ধসে পড়া মাটি সরিয়ে তৃতীয় বারের মত সব ধরনের যান চলাচলের উপযোগী করেন ।

আরও পড়ুন