বান্দরবান কলেজের ছাত্রী হোস্টেল শেখ হাসিনার নামে নামকরণ করার দাবীতে ছাত্রলীগের স্বারকলিপি

NewsDetails_01

বান্দরবান কলেজের ছাত্রী হোস্টেল শেখ হাসিনার নামে নামকরণ করার দাবীতে ছাত্রলীগের স্বারকলিপি
বান্দরবান সরকারি কলেজে নবনির্মিত ছাত্রী হোস্টেলের নাম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নাম করণের দাবীতে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ বরাবরে স্বারকলিপি প্রদান করছে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার সকালে বান্দরবান কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে কলেজ প্রাঙ্গন থেকে নবনির্মিত ছাত্রী হোস্টেলের নাম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নাম করণের দাবীতে এক মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস পদক্ষিণ শেষে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ কক্ষের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বান্দরবান কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে নেতাকর্মীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবুল কাশেম কাছে স্বারকলিপির কপি প্রদান করেন ।
এসময় বান্দরবান সরকারি কলেজ শাখার আহবায়ক নাজমুল হোসেন বাবলু বলেন, ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ হাজার টাকা অনুদানের বান্দরবান কলেজের নব যাত্রা শুরু হয় এবং বান্দরবান সরকারি কলেজের আধূনিকায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বান্দরবান জেলা থেকে ৩০০ নং আসনে ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বান্দরবান সরকারি কলেজ ।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের হাত ধরে বান্দরবান কলেজে এখন একাদশ শ্রেণির পাশাপাশি মাস্টার্স প্রিলি কোর্স চালু হয়েছে। যার সুফল ভোগ করছে বান্দরবান পার্বত্য জেলার পাশাপাশি লোহাগাড়া,সাতকানিয়াসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। তারেই ধারাবাহিকতায় বান্দরবান সরকারি কলেজে নব নির্মিত ছাত্রী হোস্টেলের নাম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নাম করণের দাবীতে অধ্যক্ষ বরাবরে আমরা স্বারকলিপি প্রদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান সরকারি কলেজ শাখার আহবায়ক নাজমুল হোসেন বাবলু,সদস্য সচিব টিপু দাশ,জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন শিবু,কলেজ ছাত্রলীগের ইমরান হোসন,সুরিত বড়ুয়া, রুবেল দাশ,সৌরভ দাশ,মনির হোসন,ফয়সাল ,অংম্যা চিং মার্মা,শারমিন আক্তার, বাধঁন দাশ,আব্দুল মান্নানসহ কলেজ ছাত্রলীগের কর্মীরা।

আরও পড়ুন