বান্দরবানে ২টি ব্রীজ উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানে ২টি ব্রিজ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বান্দরবান-কেরানীহাট সড়কের ১৪ কিলোমিটার এলাকায় মাঝের পাড়া খালের উপর ১৯.৩৪ মিটার আর সি সি সেতু এবং কেরানীহাট-বান্দরবান সড়কের ১৩ কিলোমিটার অংশে আলিয়ং ছড়ার উপর ১৯.৬৪ মিটার দৈর্ঘ্য সেতু পূণঃনির্মান কাজের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম খান, উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাফরুল হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসাবে জেলার বিভিন্ন এলাকায় এই ধরণের আরো সেতু নির্মান করা হবে।
প্রসঙ্গত, মাঝের পাড়া খালের উপর ১৯.৩৪ মিটার আর সি সি সেতুটি ২ কোটি ৭২ লক্ষ ৭০ হাজার টাকা এবং কেরানীহাট-বান্দরবান সড়কের ১৩ কিলোমিটার অংশে আলিয়ং ছড়ার উপর ২ কোটি ৫৫লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ১৯.৬৪ মিটার দৈর্ঘ্য এই সেতু নির্মান করা হয়।

আরও পড়ুন