বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী অষ্টপ্রহর মহানামযজ্ঞ

NewsDetails_01

বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান রাজার মাঠে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । প্রতি বছরের ন্যায় এবছরও রয়েছে লীলা কীর্ত্তন ও ধর্মসম্মিলন ।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাবেক সভাপতি স্বপন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। আগামী ১৬ ফেব্রুয়ারি মহানামযজ্ঞের শুভারম্ব ও অহোরাত্র নাম সংকীর্ত্তন এর আয়োজন করা হয়েছে । ১৭ ফেব্রুয়ারি ব্রাহ্মমুহুর্তে নগর পরিক্রমা ও মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের সমাপ্তি টানা হবে। প্রসঙ্গত উপেন্দ্র লাল দাশ ও শৈলবাল দাশ এর প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরই বান্দরবান রাজার মাঠে তিন দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে পরিবারের সদস্যরা ।

আরও পড়ুন