বান্দরবানে শুরু হচ্ছে পার্বত্য লোকজ মেলা

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলায় শুরু হচ্ছে পার্বত্য লোকজ মেলা । শুক্রবার সকাল ১১টায় বান্দরবান প্রেস ক্লাব মিলানায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন চ্যানেল আই এর প্রোগ্রাম সমন্বয়ক আবদুর রহমান । তৃতীয় তম এই লোকজ মেলায় সহযোগিতায় রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ । সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা । আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা । বান্দরবানের স্থানীয় রাজার মাঠে শুরু হবে এই মেলা । এবারের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে পার্বত্য জেলার ইতিহাস ও ঐতিহ্য । জমকালো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে চাকমা, মারমা, ত্রিপুরা সহ ১৬ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী । এবারের মেলায় ক্ষুদ্র-নৃ- গোষ্ঠী হাতে তৈরি তাঁত বস্ত্র, অলংকার, বাঁশ-বেতের হস্তশিল্পের ২০ টি দোকান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি ।

আরও পড়ুন