বান্দরবানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাসপ্তমী পূজা

NewsDetails_01

puja-picমন্ডপে আধিষ্ঠিত দেবী দুর্গা, তার চরণতলে আয়না। আয়না দেবীর প্রতিবিম্ব এনে বিশেষ প্রক্রিয়ায় দেবীকে করানো হলো স্নান। স্নান শেষে দেবীকে নয়টি রূপে কল্পনা করা ও স্থাপন করা হয় নবপত্রিকা। উৎসবের এমন রূপে শনিবার সকালে বান্দরবানের ২৭টি মন্ডপে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নানা আচার অনুষ্ঠান সেরে সকালে শুরু হয় সপ্তমী পূজা। মায়ের আর্শীবাদ নিতে মন্ডপে মন্ডপে ভীড় জমায় ভক্তারা । এ সময় মায়ের উদ্দেশ্য ভক্তরা ধূপ কাটি আর মোমবাতি জ¦ালিয়ে সুখ শান্তি কামনা করেন। ৩০শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসবের ।

আরও পড়ুন