বান্দরবানে ন্যায্যমূল্যে টিসিবির মালামাল বিক্রি শুরু

NewsDetails_01

বান্দরবানে ন্যায্যমূল্যে টিসিবির মালামাল ক্রয় করছে এক স্থানীয়
বান্দরবানে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে টিসিবির মালামাল বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অস্থায়ী দোকানে এই কার্যক্রম শুরু হয় ।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক টিসিবির মালামাল বিক্রির প্রথম দিনেই মালামাল পরিদর্শন করেন এবং ন্যায্যমূল্যের মালামাল বিক্রির উদ্ধোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী,ডিলার বিমল কান্তি দাশসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকে টিসিবির মালামাল মালামাল সংগ্রহ করার জন্য বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে থাকেন। এসময় ন্যায্যমূল্যে চিনি ,মশুর ডাল, ছোলা ও সয়াবিন তেল ক্রেতাদের হাতে তুলে দেন টিসিবির ডিলাররা।
ডিলার বিমল কান্তি দাশ পাহাড়বার্তাকে জানায়, শুক্রবার ব্যাতীত প্রতিদিন প্রতিটি পণ্য ৩০০ কেজি করে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্রেতাদের বিতরণ করা হবে এবং রমজান মাস পুরোটাই জুঁড়ে চলবে এই নায্যমুল্যে টিসিবির মালামাল বিক্রি ।

আরও পড়ুন