বান্দরবানে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব উদযাপন

NewsDetails_01

বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯ তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে । উৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে বান্দরবানের মেঘলায় সৎসঙ্গ বিহারে আয়োজন করা হয় নানান আনুষ্ঠানিকতা। দুপুরে আলোচনা সভায় সৎসঙ্গ বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি অমল কান্তি দাশ, সৎসঙ্গ বাংলাদেশ ও সম্পাদক , সৎসঙ্গ কেন্দ্র-চট্রগ্রামের অধ্যাপক প্রদীপ কুমার দেব,সৎসঙ্গ বিহারের উপদেষ্ঠা শ্রী রাখাল চন্দ্র দে,এডভোকেট তপন কুমার দাশ, সৎসঙ্গ বিহারের সভাপতি শ্রী বাবুল কান্তি দাশ,সাধারণ সম্পাদক ডাঃ রামপদ দাশ সহ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন শিষ্য ও ভক্তরা। এর আগে ভোরে শুরু হয় ঊষাকীর্তন, সমবেত প্রাত:কালীন বিনতি,নামজপ, অমিয় গ্রন্থাদি পাঠ,সমবেত বিনিত প্রার্থনা ও ঠাকুরের আর্শীবাদ পাঠ।

আরও পড়ুন