বান্দরবানে জয়িতা’র কর্মশালা

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ অন্যরা
বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত “ নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান)” উদ্যোক্তা সংগঠন ও ট্রেড চাহিদা নিরূপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুষ্মিতা খীসা, উদ্যোক্তা সংগঠন জয়িতার সভাপতি লালসানি লুসাইসহ সংগঠনের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলা প্রশাসক বলেন, জয়িতা সংগঠনের সকল সদস্যদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। তাদের জন্য একটি মার্কেট নির্মাণ করে দেয়া হবে। এ মার্কেটে জয়িতা সংগঠনের সদস্যরা শুধুমাত্র মহিলাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বেচা-কেনা করতে পারবে।

আরও পড়ুন