বান্দরবানে জুম চাষিদের নিয়ে মাঠ দিবস

NewsDetails_01

বান্দরবানে রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে প্রতিবছর জুম চাষ গবেষণা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে পাহাড়ের উঁচুতে থাকা রামরী পাড়ায় জুম চাষীদের নিয়ে এই দিবস অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা গবেষক ড. এ জে এম সিরাজুল করিম, প্রফেসর ড. অলক কুমার পাল, কো অর্ডিনেটর ড. নুরুল আলম সহ আরো অনেকে । কৃষি গবেষণা ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করেন কম্পোনেন্ট-২ সাসটেইনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট সিআরপি, হিল এগ্রিকালচার, বান্দরবান । এ সময় বক্তারা বলেন, প্রতি বছরে পাহাড়ে একই জমিতে জুম চাষ করা যাবে । আর সঠিক মাত্রায় সার প্রয়োগ করলে ফলনের পরিমাণ হবে দ্বিগুণ । এছাড়া জুম চাষে মাটির ক্ষতি হয় না বলে মত দেন বিশেজ্ঞরা ।এ সময় শতাধিক জুম চাষি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন