বান্দরবানে জরায়ু ক্যান্সার নিরুপনে শুরু হচ্ছে মেডিক্যাল ক্যাম্প

NewsDetails_01

মহিলাদের জরায়ু ক্যান্সার নিরুপনে বান্দরবান সদর হাসপাতালে মেডিক্যাল ক্যাস্প অনুষ্ঠিত হবে। কাল ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারী এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০উর্দ্ধ মহিলাদের জরায়ু ক্যান্সার নিরুপনে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে VIA (Visual Inspection with AceticAcid) ক্যাম্প অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পে মহিলাদের এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ স্পট রেজিস্ট্রেশন করে বিনামূল্যে এই সেবা পেতে পারবেন। জাতীয় অধ্যাপক আশরাফুল নেসা প্রিয়া,অধ্যাপক ডা: রসুন মোরশেদ, অধ্যাপক ডা: নাসরিন বানুসহ ৬ জনের বিশেষজ্ঞ দল ঢাকা থেকে বান্দরবানে আসছেন চিকিৎসা সেবা দিতে।
উল্লেখ্য যে, জরায়ু মুখ ক্যান্সার মহিলাদের মৃত্যুর অন্যতম প্রধান কারন, প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র VIA করে এই রোগ নির্ণয় সম্ভব এবং শতভাগ নিশ্চিত ভাবে সুস্থ হওয়া যায়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সমীরন নন্দী পাহাড়বার্তাকে বলেন, আশা করি মহিলারা এই চিকিৎসা সুবিধা গ্রহন করবেন।

আরও পড়ুন