বান্দরবানে ঈদ জামাত অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানে ঈদ জামাত
বান্দরবানের ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে । ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হয় । নামাজে ইমামতি করেন খতিব মাওলানা আলাউদ্দিন ঈমামী । নামাজ শেষে খুতবা পড়েন তিনি। তিনি দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। দূর-দূরান্ত থেকে ছোট বড় এবং শিশুরাও নতুন কাপড় পরে ঈদের জামাতে শরিক হতে ছুটে আসেন ঈদগাহ মাঠে । এর আগে ঈদের প্রধান জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। পার্বত্য জেলা বান্দরবান সদরে দ্বিতীয় প্রধান জামাত সকাল সোয়া ৯টায় বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে নানা অব্যবস্থাপনায় বান্দরবা‌নে ঈদগাহ মা‌ঠে ঈদের নামাজ অাদায় করেছে মুস‌ল্লিরা। উ‌দ্যো‌গ অার সমন্বয়হীনতা দে‌খে অনেক মুস‌ল্লি‌ অভিযোগ করেন এবার অ‌নেকটা দায়সাড়া ভাবেই ঈ‌দের নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর বৃষ্টি ও রোদ প্রতিরোধ সামিয়ানা তৈরী করা হলেও এই প্রথম এবার এর কোন ব্যবস্থা করা হয়নি, ফলে প্রচন্ড রোদে ঈদের নামাজ আদায় করে মুসুল্লিরা।

আরও পড়ুন