বান্দরবানে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান

NewsDetails_01

বান্দরবানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বান্দরবান ফায়ার সার্ভিস কার্যালয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে একটি চায়ের দোকানের বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে আরও ১০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক সুমন ৠষি বলেন, জুতা সেলাই করে অর্থ রোজগার করি। রাতে আগুনে আমার দোকানে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, রাতে দমকল বাহিনীর সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ক্ষতিগ্রস্তদের দোকান মেরামতের পাশাপাশি ত্রাণ সহায়তা দেয়া হবে।

আরও পড়ুন