বান্দরবানে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশনার সেমিনার

NewsDetails_01

বান্দরবানে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশনার সেমিনার
বান্দরবানে অর্থনেতিক শুমারি ২০১৩ এর জেলা রিপোর্ট প্রকাশনার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বান্দরবান পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান সহকারী মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর পরিচালক (যুগ্ম সচিব) মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান শাখার উপ পরিচালক মো. মনিরুজ্জামান,জেলা প্রশাসক এর সহকারী প্রোগ্রামার ফরিদুল আলম,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদত মিনারুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা প্রমূখ।
এসময় বক্তরা বলেন, গত ৪০ বছরে আমাদের আর্থনীতি অনেক বদলে গেছে। স্বাধীনতা কালে আমাদের জাতীয় আয়ে ৬৫ শতাংশ আসতো কৃষি থেকে, তবে এই কৃষি আমাদের মুল ভিত্তি। উন্নয়নের জন্য আমাদের শিল্প ও সেবা খাতে গুরুত্ব দিতে হবে।
এসময় বক্তারা আরো বলেন, শুমারির প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে এলক্ষ্যে জেলা থেকে মাঠ পর্যায় পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভা শেষে বান্দরবান জেলা রিপোর্ট বইটির মোড়ক উম্মোচন করে অতিথিরা।

আরও পড়ুন