বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে আটক ১

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান
বান্দরবান পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আটককৃত হলেন সুবল বড়ুয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুুধবার দুপুরে বান্দরবান পৌরসভার কালাঘাটার ছাইঙ্গা,নিউগুলশান,ফেন্সি ঘোনাসহ বিভিন্ন পাহাড়ের পাদদেশে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ খ ধারা ( পাহাড় কাটা সর্ম্পকে বাধা -নিষেধ) লংঘনের দায়ে শহরের কালাঘাটার বড়ুয়ার টেকের ফেন্সি ঘোনার সুবল বড়ুয়া নামে একজনকে আটক করা হয় এবং অবৈধভাবে পাহাড় কাটার দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজিজুর রহমান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আজিজুর রহমান জানান, বান্দরবান পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতে যে কেউ আইন অমান্য করে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন