বান্দরবানের ৪ উপজেলায় ৪টি এ্যাম্বুলেন্স হস্তান্তর

NewsDetails_01

এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের ৪টি এ্যাম্বুলেন্স জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বান্দরবান জেলার থানচি, রুমা, আলীকদম ও সদর উপজেলার জন্য ৪টি এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, জেলা পরিষদের সদস্য ও জেলার সিভিল সার্জন অং সুই প্রু সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, এই এ্যাম্বুলেন্সের মাধ্যমে বান্দরবান জেলার দূর্গম এলাকার স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, সরকার জেলার স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন