বান্দরবানের রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক

NewsDetails_01

মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্তের তংপিও লিতওয়ে নামক স্থানে জয়েন্ট ওর্য়াকিং গ্রুপের বৈঠক
বান্দরবান নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্তের তংপিও লিতওয়ে নামক স্থানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই বৈঠকে ১২ সদস্যর প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো:আবদুল মান্নান,আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডুর প্রশাসক ইউ ইয়ে হুড। প্রতিনিধি দলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়াও বিজিবি’র কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক, কক্সবাজারের জেলা প্রশাসক মো:আলী হোসেন, বান্দরবান জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কক্সবাজারের পুলিশ সুপার ড.ইকবাল হোসেন, বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বিজিবি ও সেনা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যার্বসন ও বান্দরবানের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী প্রায় সাড়ে ৬হাজার রোহিঙ্গা শরনার্থীদের স্বদেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয় বলে সুত্রে জানা যায়। বৈঠক শেষে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, “আমরা বৈঠকে প্রস্তাব দিয়েছি, জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিয়ে যেতে”।
উল্লেখ্য, গত বছরের ২৮ আগষ্ট থেকে মিয়ানমারে সহিংস ঘটনায় ৭লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে,তার মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু কোনারপাড়ার নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় প্রায় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা।

আরও পড়ুন