বান্দরবানের রুমায় পানিতে ভেসে এক ব্যক্তি নিখোঁজ

NewsDetails_01

niwwwwkhojবান্দরবানের রুমা উপজেলায় জুম ঘর থেকে নিজ বাড়িতে ফেরা পথে প্রবল স্রোতে ঝরনার পানিতে ভেসে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার ক্যউচিং মারমা(৫১)। গত শুক্রবার বিকেল পাঁচটায় রুমা সদর ইউনিয়নের আমতলী পাড়ার পাশ্ববর্তী একটি পাহাড়ি ঝর্ণায় এ ঘটনা ঘটেছে।
আমতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তেচিন্দা ভিক্ষু জানান, প্রতিদিনের মতো সারাদিন জুমের সোনালী পাকা ধান কেটে বিকেল সাড়ে পাচঁটার দিকে স্ত্রী, মেয়ে ও তার জামাই এক সাথে নিজ বাড়িতে ফিরছিল তারা। পথে এক ঝর্ণায় পার করতে গিয়ে প্রবল স্রোতে স্বামী-স্ত্রী দু‘জনেই ভেসে যায়। পরে মেয়ে ও তার জামাই পাড়ার লোকজনকে জানায়। পাড়াবাসীরা ঘটনার এলাকায় পর ছোমা(৫০) নামে স্ত্রীকে খক্ষ্যংঝিরি ওকূল থেকে জীবিত অবস্থা উদ্ধার করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মৃত বা জীবিত অবস্থায় স্বামী ক্যউচিয়ের খোঁজ পাওয়া যায়নি।
এঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম শরিফ জানান, পানিতে ভেসে যাওয়া স্ত্রীকে উদ্ধার করে রুমা সেনা জোনে চিকিৎসা করানো হচ্ছে।

আরও পড়ুন