বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বিতরণ

NewsDetails_01

জেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবান বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং (টিফিন বিতরণ) কার্যক্রম
শিক্ষা প্রতিষ্টানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে চলছে স্কুল ফিডিং কার্যক্রম। এরই অংশ হিসেবে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবান বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং (টিফিন বিতরণ) কার্যক্রম পরিচালিত হয়েছে ।
বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই স্কুল ফিডিং (টিফিন বিতরণ )কার্যক্রমে অংশ নেন। এসময় বিদ্যালয়ের প্রায় ছয়শত ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বিতরণ করা হয়।
স্কুল ফিডিং (টিফিন বিতরণ) কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেণু দাস, মিকি মারমা,শারমীন আক্তার, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দ বড়ুয়া,প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো:রেজাউল করিম চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ ,মোহনা টেলিভিশনের প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন ও দি এশিয়ান এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্টানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,সবার জন্য মানসম্মত শিক্ষার নিশ্চিত করা এবং ছাত্র-ছাত্রীদের শারীরিক সুরক্ষায় স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আগামীতে এই কর্মসুচী অব্যাহত থাকবে।

আরও পড়ুন