বান্দরবানের জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

NewsDetails_01

বান্দরবানের জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
বান্দরবানের বালাঘাটা চন্দ্রমোহন মেম্বার পাড়া জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ১ম পর্বে ভোর ৫টা থেকে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মহা সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়। পুণ্যানুষ্ঠানে ২য় পর্বে বিকাল ৩টায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সভাপতির আসন অলংকৃত করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের বিহার অধ্যক্ষ অগ্গমহাসধম্মজ্যোতিকাধজ উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের।
উক্ত দানোৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুকুমার দত্ত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেণু দাস, মিকি মারমা, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা প্রমূখ।
দানোৎসবে ধর্মদেশনা করেন জ্ঞানসারথি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, ভদন্তরত্ন প্রিয় মহাথের, ভদন্ত সংঘপ্রিয় মহাথের, ভদন্ত লোকপ্রিয় মহাথের, উঃ চারিন্দা মহাথের, উঃ তেজপ্রিয় থের, ভদন্ত বিনয় রক্ষিত থের, ভদন্ত সুমনোপ্রিয় থের, ভদন্ত করুণানন্দ থের, ভদন্ত বোধিমিত্র থের, উঃ পান্ডিচা মহাথের, রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত আর্যপ্রিয় মহাথের, ভদন্ত উদয়ন জ্যোতি মহাথের, ভদন্ত এস.জ্ঞানমিত্র থের, ভদন্ত শরণানন্দ থের, কর্মবীর দেবমিত্র মহাথের, কথাশিল্পী ভদন্ত দীপংকর মহাথের।
এসময় আরো উপস্থিত ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি পৌরসভার মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক অসিম বড়ুয়া, সমন্বয়কারী শ্যামল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবব্রত বড়ুয়া রুবেল, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খোকন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক ‍ভুটান বড়ুয়া।
দানোৎসবে উদ্বোধনী ভাষন দেন জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ থের। মঙ্গলাচরণ করেন জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের (আবাসিক) ভিক্ষু ভদন্ত রুপানন্দ ভিক্ষু, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনাদি রনজন বড়ুয়া ও ধর্মীয় সংগীত পরিবেশন করেন প্রকাশ বড়ুয়া ও তার দল। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন স্মৃতিকণা বড়ুয়া, প্রিয়বালা বড়ুয়া, সুনিলা তঞ্চঙ্গ্যা, দিপ্তী বড়ুয়া, দিপীকা তঞ্চঙ্গ্যা।

আরও পড়ুন