বান্দরবানের গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব

NewsDetails_01

বান্দরবানের গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব
বান্দরবান শহরের কালাঘাটার বড়ুয়ার টেক এলাকার আম্রকানন বৌদ্ধ পল্লীর গৌতম বিহারে আজ সোমবার সকাল থেকে দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মহতী পূণ্যময় ১ম পর্বে ভোরে প্রভাত ফেরী, এরপর জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাত:রাশ, মহত্বী সংঘদান, অষ্টপরিষ্কার দান ও ধর্মদেশনা অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন শীলঘাটা পরিনির্বাণ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির। সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উদয়ন জ্যোতি মহাথের, প্রধান ধর্মদেশক চেমী কপিলাবাস্তু বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্কর থের, কালাঘাটা গৌতম বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সংঘপ্রিয় মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় থের, বান্দরবান বৌদ্ধ অনাথালয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: কন্ডাঞা থের, বালাঘাটা জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সত্যজিৎ থের।
অনুষ্টানের ২য় পর্বে মহতী পূণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ফিলিপ ত্রিপুরা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিকি মারমা, রেণু দাস, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া,৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ।
কালাঘাটা গৌতম বিহার পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ বড়ুয়া ও সহ সাংগঠনিক সম্পাদক তরুন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন কালাঘাটা গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রভাত কুমার বড়ুয়া, সম্মানীত সভাপতি অনিল বড়ুয়া কারবারী, সহ-সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, সহ-সভাপতি অজয় বড়ুয়া, সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক টিটু বড়ুয়া, অর্থ সম্পাদক প্রমোতোষ বড়ুয়া ও কালাঘাটা ত্রিরত্ন কল্যাণ সংঘের সভাপতি সুরেশ বড়ুয়া সূর্য, সাধারণ সম্পাদক রনি বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক বিকাশ বড়ুয়া সহ কমিটির সকল সদস্যবৃন্দরা । উক্ত মহতী পূর্ণময় অনুষ্টানে পূজনীয় ভিক্ষু সংঘরা ধর্মীয় দেশনা প্রদান করেন।
পূর্ণময় মহতী অনুষ্টানে উদ্বোধনী ধর্মীয় সংগীত পাঠ করেন প্রমিতা বড়ুয়া, প্রকাশ বড়ুয়া ও তার দল। দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের পরে সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন