বান্দরবানের ঈদ জামাত কখন কোথায়

NewsDetails_01

বান্দরবানের ঈদ জামাত পরিদর্শনকালে জেলা প্রশাসকসহ স্থানীয় নেতৃবৃন্দ ।
বান্দরবানের ঈদ জামাত পরিদর্শনকালে জেলা প্রশাসকসহ স্থানীয় নেতৃবৃন্দ ।
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আগামীকাল সারাদেশের ন্যায় বান্দরবানেও পালিত হবে ঈদ-উল-আযহা । বান্দরবানে এবার ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে বান্দরবান ঈদগাহ ময়দানে, ঈদের দিন সকাল ৮ টায় ।

তবে আবহাওয়া খারাপ থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে । বান্দরবান ঈদগাহ ময়দানে এবার ইমামতি করবেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলাউদ্দিন ইমামি ।

NewsDetails_03

এছাড়াও সকাল সাড়ে ৮টায় ঈদ-উল-আযহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বান্দরবান বাজার মসজিদে। দ্বিতীয় জামাতের ইমামতি করবেন মাওলানা মাঈন উদ্দিন ।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এবং বান্দরবান পৌর মেয়র মো: ইসলাম বেবী ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ।

বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, জেলা-উপজেলাগুলোতে নিজ নিজ নির্ধারিত সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে । ঈদ জামাত সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে ।

আরও পড়ুন