বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার : বীর বাহাদুর

NewsDetails_01

বীর বাহাদুর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্রাবাস নির্মাণ কাজ উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সরকারের আমলে পার্বত্য এলাকার নানাবিধ উন্নয়ন সাধিত হচ্ছে। সরকারের আন্তরিকতায় পাহাড়ের আনাচে কানাছে মন্দির, মসজিদ, গীর্জা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। বুধবার সকালে বান্দরবানের ক্যাচিংঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বীর বাহাদুর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্রাবাস নির্মাণ কাজ উদ্বোধন করার সময় একথা বলেন।
বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৩ কোটি ৩৬লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদরের ক্যাচিংঘাটায় বীর বাহাদুর বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে বীর বাহাদুর বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্রাবাস নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী ৪৫ লক্ষ টাকা ব্যায়ে বান্দরবান গীতা পাঠশালা ভবন ও ২৩ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান গীতা আশ্রম ভবনের শুভ উদ্বোধন করেন।
এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, সরকারের এই উন্নয়ন কর্মকান্ডে সকলের অংশগ্রহণ ও নিজ নিজ এলাকার প্রতিষ্টান সমুহের রক্ষণাবেক্ষনের জন্য প্রতিটি জনসাধারণকে আরো সচেতন হতে হবে।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত জেলা প্রশাসক মো: হারুণ-অর রশীদ,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন