বন্যহাতির আক্রমণে লামার জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক আহত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণেজীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ: নন্দমালা ভিক্ষু গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকালে লামা-চকরিয়া সড়কের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উ: নন্দমালা ভিক্ষু রবিবার সকাল ৯টার দিকে আশ্রমের কাজে মোটর সাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলেন। তিনি সড়কের কুমারী ব্রীজ পার হয়ে সংরক্ষিত এলাকায় পৌঁছলে বন্যহাতির কবলে পড়েন। এ সময় বন্যহাতির আক্রমণে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছাকাছি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।
হাতির আক্রমণে জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ: নন্দমালা ভিক্ষু আহত হওয়ার সত্যতা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুজ্জামান নিশ্চিত করেন।

আরও পড়ুন