বন্ধুত্ব ছিন্ন হলে শান্তিচুক্তি বাস্তবায়ন করবে কে ? জেএসএসকে প্রশ্ন বীর বাহাদুরের

NewsDetails_01

বান্দরবানের ১৩৯তম রাজ পূণ্যাহ মেলায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
আমরা এগিয়ে যাচ্ছি, শান্তি চুক্তি করেছি, একটা সংগ্রাম হয়েছে, একটা চুক্তি হয়েছে,শান্তিচুক্তি কি একদম বাস্তবায়ন হয়নি? চুক্তি কি এগিয়ে যাচ্ছেনা? এগিয়ে যাচ্ছে। যেগুলো হয়নি,সেগুলো হবে, চিহ্নত করতে হবে সমস্যা। ব্লেম করার কি আছে? বন্ধুর বন্ধুর মধ্যে যদি বন্ধুত্ব ছিন্ন হলে সে চুক্তি বাস্তবায়ন করবে কে?
আজ দুপুরে বান্দরবানের রাজকর আদায়ের উৎসব ১৩৯ তম রাজ পূণ্যাহ মেলায় বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র উদ্দ্যেশে প্রশ্ন রেখে এসব কথা বলে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বান্দরবান শহরের রাজারমাঠে অনুষ্ঠিত রাজকর আদায়ের উৎসব ১৩৯ তম রাজ পূণ্যাহ মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বোমাংরাজা, উ চ প্রু চৌধুরী, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: জাহাঙ্গীর কবির তালুকদার,৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহিন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান কং জরী চৌধুরী ও পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে।
বিশেষ অতিথির বক্তব্যে বীর বাহাদুর আরো বলেন, যে হাতে হাত মিলিয়েছি, সে হাতকে তো আরো শক্তিশালী করতে হবে। বন্ধুত্বকে আরো গাঢ় করতে হবে।
তিনি জেএসএসকে প্রশ্ন রেখে আরো বলেন, কাদের সাথে ভালো বন্ধুত্ব করতে হবে? যারা এই অঞ্চলকে ভারতের অংশ হয়ে যাবে বলেছে, যারা কালোচুক্তি বলেছে? লংমার্চ করেছে? তাদের সাথে?। ব্লেম গেম নয়, আসুন সমস্যা আছে, সমাধানও আছে, আলোচনা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর দুয়ার সবসময় সবার জন্য খোলা।

আরও পড়ুন