প্রতিমন্ত্রী বীর বাহাদুরের দেখানো পথে হাটছি : ইউ.পি চেয়ারম্যান জসিম উদ্দিন

NewsDetails_01

লামায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করছেন আজিজনগর চেয়ারম্যান জসিম উদ্দিন
সম্প্রীতির বান্দরবানের রুপকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র দেখানো পথেই হাটছি আমরা। সম্প্রীতি আছে বলেই আজ সকল ধর্মালম্বীরা নিজ নিজ ধর্মীয় অনুষ্টান নির্বিঘ্নে পালন করতে পারছে। বান্দরবানের লামায় শিল্প নগরী খ্যাত আজিজনগর ইউনিয়ন পরিষদ চেযারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানী
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আজিজনগর হরি মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন, স¤প্রীতি আছে বলেই মসজিদ,মন্দির,গীর্জা, মন্দিরের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে তিন পার্বত্য জেলায়। আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী; তাইতো ধর্ম যার যার, উৎসব সবার। তিনি মা দেবির আবির্ভাবে জগতের সকল অশুভ শক্তির ধ্বংস কামনা করেন।
পুজা উদযাপন পরিষদের সভাপতি মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে ও বান্দরবান জেলা কৃষকলীগের সদস্য নাজিম উদ্দীন রানার সঞ্চালনায় সভায় আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহামদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, পুলিশ ক্যাম্পের ইনচার্জ স্বপন সাহা,বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক আবদুল গনি, ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল ডানা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বিশেষ অতিথি ছিলেন। শেষে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেন।

আরও পড়ুন