প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়
প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে । পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের বার্ষিক সম্মেলনে এমনটি বলেছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের নানা মূখি প্রকল্প হাতে নিয়েছে। প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে সরকার নানা প্রকল্পের মধ্যে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ,চাকরি ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করছে।
বরিবার সকালে ডিজএ্যালিটি রাইট্স ফান্ডের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম আয়োজনে “কাউকে বাদ দিয়ে নয়,উন্নয়নে এক হই” প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের বার্ষিক সম্মেলন ২০১৭ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিণ শেষে ক্ষৃদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
পরে ক্ষৃদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের সভাপতি যোগ্যমনি ত্রিপুরার সভাপতিত্বে এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, কারিতাস বান্দরবানে প্রকল্প কর্মকর্তা রুপনা দাশ,বাংলাদেশ মানবাধিকার কমিটি বান্দরবান পৌর শাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলা,প্রতিবন্ধী কল্যাণ সংস্থা(প্রকস)এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম রাঙামাটি শাখা যুগ্ম সম্পাদক রলেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরাম খাগড়াছড়ি শাখার সংগঠনিক সম্পাদক পরমানন্দ বিকাশ দেওয়ান, সঞ্চালনায় ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী লাল হিম পার বম ও এম.এ মোমেন চৌধুরীসহ বান্দরবান,রাঙামাটি,খাগড়াছড়ি থেকে আগত পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী ফোরামের সদস্যরা।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন